শোককে শক্তিতে পরিণত করে নৌকার মাঝিকে জয়যুক্ত করুন : আব্দুল্লাহ রানা
ই-বার্তা ডেস্ক ।। আগষ্টে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় গত ২০ আগষ্ট যশোর জেলার বাঘারপাড়ার উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী-যুবলীগের নেতা মো: আব্দুল্লাহ রানা। বক্তব্যের শুরুতে যশোর বাঘারপাড়ার কৃতি সন্তান তরুণ এই নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলেন-
আজ শোককে শক্তিতে পরিণত করুন। সামনে জাতীয় নির্বাচন, আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন । বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় যেই মনোনীত হবে , সেই নৌকার মাঝিকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে আমারা উপহার দিব এটাই হোক শোক দিবসে আমাদের প্রতিজ্ঞা। পাকিস্তানের পেত আত্মা বিএনপি ও জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে আমাদের তরুণদের অনেক ভূমিকা নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আব্দুর রউফ মোল্লা সাবেক ভাইচ চেয়ারম্যান বাঘারপাড়া উপজেলা পরিষদ , সাবেক সভাপতি, বাঘারপাড়া উপজেলা যুবলীগ ।
আরও বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আজগর আলী ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃত্ববৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ হসেন ।
এছাড়া উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ও সাধারণ সম্পাদক বি এম শাহজালাল সহ নেতৃবৃন্দ ও নারিকেলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: হুমায়ন লস্কার ও অনন্যা নেতা কর্মীরা ।আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।