১৪ দলের শরিকদেরও বিরোধী দলে দেখতে চান কাদের
ই-বার্তা ডেস্ক।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির সঙ্গে ১৪ দলের শরিকদেরও বিরোধী দলে দেখতে চান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশের স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তারা তো বিরোধী দলে থাকবেন বলে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয়, তারা বিরোধী দলে থাকলে তাদের জন্য ভালো। আমাদের জন্যও ভালো।
ওবায়দুল কাদের আরও বলেন, বিরোধী দল বা বিরোধী কণ্ঠ যত কনস্ট্রাকটিভ (গঠনমূলক) হবে, পার্লামেন্টে থাকবে, ততই সরকারি দল কোনো ভুল করলে সেই ভুলটা সংশোধন করতে পারবে। কারণ বিরোধী দল না থাকলে তো একতরফা কাজ চলবে। বিরোধী দল থাকলে বিরোধিতা থেকে সরকারের কিছু শিক্ষণীয় বিষয় থাকবে। সমালোচনা থেকে শুদ্ধ হতে পারবে। সমালোচনা তো মানুষকে শুদ্ধ করে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম