১৬৩টি ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা চিহ্নিত
ই-বার্তা ডেস্ক।। সকারিভাবে ১৬৩টি ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা চিহ্নিত করা হয়েছে । এর মধ্যে ৩৯টি কারখানা বন্ধ ও ৮৬টি আংশিক বন্ধ করা হয়েছে। বাকিগুলোর সংস্কারকাজ চলছে।
মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর ৩৭৮০টি কারখানার প্রিলিমিনারি এসেসমেন্ট সম্পন্ন করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক, রাজউক/সিডিএ/কেডিএ এর সদস্য ও বুয়েট এর সদস্যদের সমন্বয়ে রিভিউ প্যানেল এসব কারখানা চিহ্নিত করে।বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি আরো বলেন, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ ও সিআইএসভুক্ত দেশে বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধির সমন্বয়ে বাণিজ্য মিশন পাঠানো অব্যাহত রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ওই পলিসির আওতায় বিভিন্ন দেশ যেমন-শ্রীলংকা, মালয়েশিয়া, চীন, ভারত, তুরস্ক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেসিডোনিয়া, মরিশাস এর সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
ই- বার্তা / আরমান হোসেন