২০১৯ সালের লোকসভা নির্বাচন একটা রহস্যঃ মমতা
ই-বার্তা ডেস্ক।। গতকাল রবিবার কলকাতায় আয়োজিত এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল ইতিহাস নয়, এটা একটা রহস্য।
মুখ্যমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হিসেব বহির্ভূত টাকা খরচ করেছে বিজেপি। বিদেশ থেকেও টাকা সাহায্য পেয়েছে। কারা সেই টাকা দিয়েছে। এর হিসেব দিতে হবে। বিজেপি ধর্মের রাজনীতি করছে। মুসলিমদের মারছে। মানুষ মরলে ওদের কিছু এসে যায় না।
মমতা বলেন, তৃণমূল কংগ্রেসকে নিয়ে টানাটানির আগে বিজেপি নিজেদের দুর্নীতির হিসেব দিক। তাদের বিরুদ্ধে ‘ব্ল্যাকমানি ফেরাও’ অভিযান শুরু করবে তৃণমূল। পাশাপাশি ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট করানোর দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে পৌরসভা, পঞ্চায়েত নির্বাচন ব্যালটে হবে।
তিনি বলেন, বিজেপির নেতাদের পশ্চিমবঙ্গে ২৬ হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে। আমি তৃণমূলকে স্বচ্ছ করতে কেউ জনগণের কাছ থেকে টাকা নিয়ে থাকলে ফেরানোর কথা বলেছিলাম। ওরা সেটাকে গোলমালের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রাফায়েল বিমান কেনায় বিজেপির নেতারা কমিশন নিয়েছেন।
মমতা অভিযোগ করেন, টাকার লোভ দেখিয়ে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। একজনকে ২ কোটি টাকা আর পেট্রোল পাম্পের লোভ দেখানো হয়েছে। আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘আমার কাছে একটা ভিডিও আছে, যেটাতে এক বিজেপি নেতা বলছেন, হিন্দুদের মরতে দাও’।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু