২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির
ই-বার্তা ডেস্ক।। অবৈধ স্থাপনা উচ্ছেদে মহাখালী ও আমতলী এলাকায় ফুটপাত ও সড়কের উপর থেকে অবৈধ প্রায় ২৫০টি স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১১ টা থেকে ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
মহাখালী-আমতলীতে অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং গুলশানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।
সকাল থেকে গুলশান ২ নম্বর মার্কেট, ১১৮ ও ১১৩ নম্বর রোডে ফুটপাত ও সড়কে অবৈধভাবে স্থাপিত প্রায় ২ শতাধিক অস্থায়ী টং, সেমিপাকা, কাঁচা শেড, ভ্যান, সিড়ি ইত্যাদি উচ্ছেদ করে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা অবৈধ দখল থেকে উদ্ধার করে।
এছাড়া অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখার অপরাধে গুলশান ১১৭ নম্বর রোডের ‘সাউথব্রিজ ডেভেলাপার’ এবং গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের ‘আমিন জুয়েলার্স’ এর প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের ২টি ডিপার্টমেন্টাল স্টোরের মালামাল দোকানের বাইরে রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।