৪৩ বছর বয়সে এসএসসি পাস করলেন রবিউল আওয়াল

ই-বার্তা ।।  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী মো. রবিউল আওয়াল রবি নির্বাচনে ফেল করলেও ৪৩ বছর বয়সে পাস করেছেন এসএসসি পরীক্ষায় ।  সাবেক এই ইউপি সদস্য ২৯ বছর পর আবার পড়াশুনা শুরু করেন এবং ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি পরীক্ষায় পাস করেছেন।

রবিউল আওয়াল রবি কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামের মৃত সোহরাব আলী সরকারের ছোট ছেলে। তিনি ২০২১ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।তিনি গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জামতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার প্রতিদ্বন্দী প্রার্থীর কাছে অল্প কয়েক ভোটে হেরে যান তিনি। ভোটে ফেল করলেও এসএসসি পাসের আনন্দ তার নির্বাচনে হারার কষ্টকে দুর করেছে।

 রবিউল আওয়াল রবি তার ৭ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তার দুই ভাই সরকারি চাকরি করে এবং অন্য এক ভাই কৃষি কাজ ও অন্য ভাই স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়াও রবি একটানা তিনবার ইউপি সদস্য ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, রবি ১৯৯২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অন্যান্য সব বিষয়ে লেটার পেলেও গণিতে ২৮ নম্বর পেয়ে অকৃতকার্য হন। পরীক্ষায় ফেল আসার কারণে তিনি রাগে আর পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করেননি। পরবর্তীতে আবার ৪১ বছর বয়সে এসে নতুন করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি হয়ে ৪৩ বছর বয়সে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২০২১ সালে পাস করেন।

এ বিষয়ে রবিউল আওয়াল রবি ই-বার্তা ২৪৭ ডট কম কে বলেন, ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে খুব ভালো নম্বর পেলেও গণিতে অকৃতকার্য হই। রাগে-কষ্টে আর পরীক্ষা দেইনি। পরবর্তীতে এলাকায় নির্বাচন করে জনপ্রতিনিধি নির্বাচিত হই। একটানা ৩ বার জনপ্রতিনিধি হয়ে এলাকাবাসীর সেবা করেছি। এর মাঝেই ২ বছর আগে মনে হলো যেহেতু পড়াশোনার কোনো বয়স নেই তাই পড়াশোনাটা শুরু করা উচিত। সেই চিন্তা থেকেই এই পদক্ষেপ। পাসের এই আনন্দ নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট ভুলিয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, পড়াশোনাটা এখন যতটুকু পারি চালিয়ে যাব।

ই-বার্তা/ রায়হান হাসান হৃদয়/ সিরাজগঞ্জ প্রতিনিধি