৪৮ বছর পর তুলে ফেলা হচ্ছে পাকিস্তান লেখা পিলার
ই-বার্তা ডেস্ক।। ৪৮ বছর পর সীমান্ত থেকে ‘পাকিস্তান’ লেখা পিলার তুলে ফেলা হচ্ছে। নেত্রকোনা জেলায় দায়িত্বে থাকা ৩১ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে পাকিস্তানের পিলার তুলে ফেলার কাজ চলছে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, বুধবার থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বাংলাদেশ-ভারত সীমান্তে পাক/পাকিস্তান লেখা পিলারগুলো পরিবর্তন করে বিডি/বাংলাদেশ লেখা আয়রন টি পিলার প্রতিস্থাপন করা হচ্ছে। দীর্ঘদিন পর বিজিবি কর্তৃক অসমাপ্ত পিলারে বিডি/বাংলাদেশ লেখা পিলার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৩৪৫টি আয়রন টি পিলারে পাক/পাকিস্তান লেখা পরিবর্তন করে বিডি লেখার পরিকল্পনা গ্রহণ করা হয়।
বুধবার ভারতের বিএসএফের উপস্থিতিতে বিজিবি কর্তৃক পাক/পাকিস্তান পরিবর্তন করে বিডি লেখা প্রতিস্থাপনের কাজ শুরু হয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু