৫১১ রানের লক্ষ্যে তৃতীয় দিনে পাঁচ উইকেটে ৪৭ বাংলাদেশের
ই-বার্তা ডেস্ক ।। হতশ্রী ব্যাটিং। ব্যাটারদের ব্যাখ্যাতিত বাজে শট। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ন্যূনতম লড়াইয়ের আশাও দেখাতে পারছে না বাংলাদেশ। ৫১১ রানের বিশাল লক্ষ্যে পাঁচ উইকেটে ৪৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। ছবিঃ সংগৃহীত।
প্রাকৃতিক কোনো কারণে খেলা ড্র না হলে হার নিশ্চিত। পাঁচ উইকেট নিয়ে আরও ৪৬৪ রানের জন্য চতুর্থ দিন খেলতে নামবে স্বাগতিকরা। মুমিনুল হক ২৯ বলে সাত ও তাইজুল ইসলাম ১৪ বলে ছয় রানে আজ নামবেন। এমন পারফরম্যান্সের ব্যাখা নেই বাংলাদেশের কাছে। স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, দলের সবাই হতাশ।
তৃতীয়দিনের খেলা শেষ গতকাল মিরাজ বলেন, ‘অবশ্যই সবাই হতাশায় ছিল। এরকম আউট হলে সবারই তো খারাপ লাগে।’ লিটনের শট ছিল একেবারে ছেলে মানুষী। তার শট নিয়ে মিরাজ বলেন, ‘এটার ব্যাখ্যা যে খেলোয়াড় খেলে সেই আসলে বলতে পারবে। তার পরিস্থিতি কি চলছে। ওই মুহূর্তে কি চিন্তা করেছে।’
তিনি বলেন, ‘আলাদা করে আউটগুলো আমাদের যেগুলো হয়েছে হতাশাজনক। তারপরও ভালো খেলার চেষ্টা করব আমরা। যারা আছি মুমিনুল ভাই রান করতে পারলে ভালো। আমি যদি ব্যাটিং করি ভালো একটা অবস্থানে যদি দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’ এমন অবস্থা পেশাদার ক্রিকেটার হওয়ার কারণে মেনে নিতে হচ্ছে বলে জানান মিরাজ। তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসাবে আমাদের তো সব মেনে নিতে হয়। খারাপ সময়টা ভালো সময়টা আমাদের মুখোমুখি হতেই হবে। অবশ্যই খারাপ লাগার বিষয়। টেস্ট ক্রিকেটে সবার ভালো খেলতে হবে, না হলে কঠিন।’
তিনি বলেন, ‘উইকেট যে অনেক খারাপ তা বলব না। উইকেটটা অনেক ভালো, ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট। যখন নতুন বল থাকে প্রথম ২০ ওভার ব্যাটারদের জন্য একটু কঠিন। শুরুতে একটু সুইং হয়, সিম হয়। তাদেরও উইকেট পড়েছে আমাদেরও উইকেট পড়েছে। উপরে ব্যাটারদের অনেক চ্যালেঞ্জ ছিল শুরুর ২০ ওভার।’