৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস
ই-বার্তা ডেস্ক।। কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিষয়টি উদঘাটন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান আপগার্ড-এর গবেষকরা।
গতকাল বুধবার একটি ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্লগ পোস্টে আপগার্ড জানিয়েছে, মেক্সিকোর কালচারা কালেকটিভা নামের একটি কম্পানি আমাজনের সার্ভারে প্রায় ১৪৬ গিগাবাইট ডাটা সংরক্ষণ করেছে। এর মধ্যে ৫৪ কোটি (৫৪০ মিলিয়ন) গ্রাহকের তথ্য যেমন নাম, পাসওয়ার্ড, কমেন্টস, লাইক, রিয়েকশন এবং আইডি রয়েছে।
আপগার্ড বলছে, দুটি ভিন্ন ফেসবুক অ্যাপ ডেভলপারের মাধ্যমে আমাজনের ক্লাউড সার্ভারে সংরক্ষিত করা হয়েছে। ‘অ্যাট দ্য পুল’ নামে একটি ফেসবুক ইন্টিগ্রেটেড অ্যাপ সংযুক্ত ছিল এবং প্রায় ২২ হাজার পাসওয়ার্ড উন্মোচিত হয়েছে। ব্যবহারকারীর ফেসবুক একাউন্টের পরিবর্তে পাসওয়ার্ডগুলি ‘এট পুল’ অ্যাপের জন্য সম্ভবত, তবে ব্যবহারকারীদের ঝুঁকির মুখে থাকত কারণ অন্য কেউ একই অ্যাকাউন্টের একই পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করেছেন। এছাড়া ডাটাবেসে সংরক্ষণ করা হয়েছে ব্যবহারকারীদের বন্ধুদের, লাইক, গ্রুপ এবং যেখান থেকে তারা তথ্য খুঁজেছে।
ই-বার্তা/ আরমান হোসেন পার্থ