৫ দফা দাবি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছে আন্দোলনকারীরা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
সোমবার দুপুর আড়াইটার আগে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ব্যানারে এ আন্দোলন হচ্ছে।
রোববার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় হামলা ও নির্যাতনের মুখে পিছু হটার পর বেলা ১১টার দিকে ক্যাম্পাসে অবস্থান নেয় কোটা সংস্কারে দাবিতে আন্দোলনকারীরা।
তারা দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর সেখান থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হন।
ই-বার্তা/ডেস্ক