৬৪ জেলায় ত্রাণ দিচ্ছে ‘নীল দিগন্ত মানব কল্যান সংস্থা’
ই-বার্তা ।। করোনাভাইরাসে দেশের এই পরিস্থিতিতে বাগেরহাট জেলায় ‘আমরা মিলেই বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় কর্মহীন খেটে খাওয়া অসহয় মানুষের ত্রাণ সামগ্রী দিল ”নীল দিগন্ত মানব কল্যান সংস্থা”।
নীল দিগন্ত মানব কল্যান সংস্থা’এর জেলা ভিত্তিক উপহার বিতরণ “আমরা মিলেই বাংলাদেশ”। সংস্থাটি প্রথম ধাপে ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের ১০০ টি পরিবারকে উপহার সামগ্রী দিয়ে সাহায্য করেছে। ধারাবাহিক ভাবে ২৯ এপ্রিল বাগেরহাট জেলায় ৫০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক পর্শিয়া সুলতানা, জেলা সমাজ সেবা অফিসার সমির মল্লিক, সদর থানা সমাজ সেবা অফিসার সুলতানা জাহিদ পারভিন এবং আরও অন্যান্য।
সংস্থাটির একজন পরিচালক জানান , “আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, জেলা ভিত্তিক শহরাঞ্চল, গ্রামঞ্চলে নিম্ন মধ্যবিত্ত, কৃষি নির্ভর সংসারের মানুষেরা যারা কারো কাছে চাইতে পারে না, তাদের সাহায্য করা। এ কর্মসূচির আওত্তায় আমরা কর্মহীন মানুষদের বাড়ির সামনে উপহার সামগ্রী রেখে আসবো। আমাদের প্রয়াস থাকবে আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের সব জেলায় এমন অন্তত ৫ টি পরিবারকে সাহায্যে করা। ”
তিনি আরও বলেন, আসুন সবাই নিজের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী একে অন্যের সাহায্যে এগিয়ে আসি। একজনও কষ্টে থাকলে, কষ্টে থাকবে বাংলাদেশ। কারন আমরা সবাই মিলেই বাংলাদেশ।