বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শিরোপায় চোখ বাইশ গজের
ই-বার্তা ডেস্ক।। মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়ায় আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপায় চোখ রাখছে বিক্রমপুর বাইশ গজ। প্রথম দুই ম্যাচ দাপটের সাথে জিতে ইতিমধ্যে তারা টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আগামী ১৯শে এপ্রিল মধ্যপাড়া ক্রিকেট মাঠে নয়াবাজার একাদশের মোকাবেলা করবে বিক্রমপুর বাইশ গজ। উক্ত ম্যাচের প্রসংগে বিক্রমপুর বাইশ গজের সভাপতি জনাব রবিন রাজ বলেন, “আমরা শিরোপায় চোখ রাখছি। আমার আমাদের প্লেয়ারের উপর যথেষ্ঠ ভরসা আছে। ইনশাআল্লাহ্, আমরা আমাদের সেরা খেলাটা উপহার দিয়ে জয় ছিনিয়ে আনবো।”
উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টের প্রাইজমানি ১ লক্ষ টাকা। এই মৌসুমে এর আগে আরো দুটি টুর্নামেন্টে অংশ নিয়ে দুটিতেই চ্যাম্পিয়ন হয় বাইশ গজ বিক্রমপুর জোন।