বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক লিভারপুলে ব্রাজিলিয়ান আলিসন
ই-বার্তা।। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে ৬৭ মিলিয়ন পাউন্ডে অ্যানফিল্ড ক্লাবে যোগ দেবেন আলিসন। এতে করে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে টপকে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হবেন তিনি। সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে রোমা ছেড়ে লিভারপুল যাওয়ার খবর নিশ্চিত করেছেন আলিসন বেকার।
‘নতুন অ্যাডভেঞ্চারের’ প্রয়োজন বোধ করছেন বলেই সিরি এ ছেড়ে প্রিমিয়ার লিগে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। ২৫ বছর বয়সী গোলরক্ষক ২০১৬ সালে রোমায় যোগ দেন। কিন্তু প্রথম মৌসুম সুযোগ হয়নি সিরি এ’তে খেলার। তবে গত মৌসুমে ৩৭টি লিগ ম্যাচ খেলেন আলিসন। একই সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ দলের একাদশেও ছিলেন নিয়মিত।
তার আগেই আলিসন রোমা ছাড়ার স্পষ্ট ঘোষণা দিলেন। রোমের সিয়াম্পিনো বিমানবন্দরে রোমা ভক্তদের ধন্যবাদ দিলেন তিনি। ঘোষণা দিলেন, চলে যাওয়ার এখনই সঠিক সময়। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লিভারপুলে পৌঁছাবেন আলিসন। তিনি বলেছেন, ‘এএস রোমা ভক্তদের আমি ধন্যবাদ দিতে চাই। এখন নতুন একটি অ্যাডভেঞ্চারের সময়।’
ই-বার্তা/স্পোর্টশ ডেস্ক