‘নারী শ্রমিকদের নির্যাতন রোধে ও হত্যা বন্ধে সরকার প্রচেষ্টা চালাচ্ছে’
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি জানয়েছেন যে, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া নারী শ্রমিকদের নির্যাতন রোধে ও হত্যা বন্ধে সরকার প্রচেষ্টা চালাচ্ছে ।
আজ বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইমরান আহমদ বলেন, নারী কর্মীদের নির্যাতনের বিষয়ে সৌদি আরবের আইনে হস্তক্ষেপের সুযোগ নেই। তবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সম্প্রতি এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে কথা হয়েছে।
ইমরান আহমদ আরও বলেন, আগামী নভেম্বরে সৌদি গিয়ে এ সব সমস্যা নিয়ে আবারও কথা বলা হবে। অনেক রিক্রুটিং এজেন্সি নারী কর্মীদের বয়স জালিয়াতি করে। এসব বন্ধে উদ্যোগ নেয়া হবে।
সম্প্রতি সৌদিতে নির্যাতনে মানিকগঞ্জের এক নারী নিহত হন। তার লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সেখানে আইনি জটিলতা আছে। তা সমাধান হয়ে গেলে তার লাশ দেশে আনা হবে।