ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ২৫ কিলোমিটার যানজট
ই-বার্তা ।। ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি নামক এলাকায় ব্রিজের পাশে মাটিধসে যাওয়ায় শনিবার রাত আড়াইটা থেকে প্রধান ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে ২৫ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরেও দেখা গেছে একই অবস্থা।
চালক শরিফ মিয়া জানান, রাতে কারখানা থেকে সিমেন্টের বস্তা নিয়ে ঢাকায় যাওয়ার পথে পঞ্চবটি রাত ৩টা থেকে আটকা পড়ে আছি। গাড়ি নিয়ে আগাতে পারছি না।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) জিয়াউল হক জানান, ঢাকা- মুন্সীগঞ্জ সড়কের কাশিপুরে ব্রিজের পাশে নির্মাণাধীন রাস্তা ধসে পড়েছে রাত আড়াইটায়। এর পর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এতে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সেনাবাহিনীর রাস্তার সংস্কারকাজ করছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা দ্রুত কাজ সম্পন্ন করে যান চালু করার ব্যবস্থা করছে।