এবারে ফোর্বসের তালিকায় আমির খান ও শাহরুখ খানের নাম নেই
ডেস্ক রিপোর্ট।।ফোর্বসের এই তালিকায় আমির খান ও শাহরুখ খানের নাম নেই।ফোর্বসের এই তালিকায় সবার ওপরে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লয়েড মেওয়েদর।
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় যুক্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও সালমান খান। এখানে ‘বলিউডের ভাইজান’ সালমান খানকে টেক্কা দিলেন অক্ষয় কুমার। ১০০ জনের এই তালিকায় অক্ষয়ের স্থান ৭৬ আর সালমানের নাম আছে ৮২ নম্বরে। ফোর্বসের তথ্য অনুযায়ী, ৫০ বছর বয়সী অভিনেতা অক্ষয় কুমার এ বছর সাড়ে চার কোটি মার্কিন ডলার আয় করেছেন। ভারতীয় রুপিতে যা প্রায় ৩০৭ কোটি। অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেমকথা’ আর ‘প্যাডম্যান’ দারুণ ব্যবসাসফল হয়েছে। পাশাপাশি তিনি ২০টি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে মোটা অঙ্কের অর্থ আয় করেছেন।
এদিকে এ বছর সালমান খানের আয়ের পরিমাণ ৩ দশমিক ৭৭ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ২৫৭ কোটি রুপি।এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অভিনেতা জর্জ ক্লুনি। এ ছাড়া প্রখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১০, পপ তারকা কেটি পেরি ১৯, টেনিস খেলোয়াড় রোজর ফেদেরার ২৩ নম্বর স্থানে আছেন।
ই-বার্তা।।ডেস্ক