ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের অভিযোগে গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট।। রাজধানীতে  ৫ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছেন  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

 

গ্রেফতারকৃতদের নাম, মোঃ মানিক বেপারী, মোঃ মুনসুর আলী, মোঃ জাহিদ হাসান ওরফে রেজাউল, মোঃ সাখাওয়াত হোসেন সজিব ও মোঃ বাচ্চু সিকদার।গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকি, খেলনা পিস্তল, চাকু, চাপাতি, হাতকড়া ও কালো ব্যাগ উদ্ধার করা হয়। এছাড়াও, গ্রেফতারকৃত মানিক বেপারী ও মুনসুর আলীর কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।১৮ জুলাই’১৮ সন্ধ্যা ৬.৩০টায় মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

 

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ সেজে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

 

 

 

ই-বার্তা। ডেস্ক