৮ বছরের কারাদন্ড পার্ককে
ডেস্ক রিপোর্ট।। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হেয়কে ৮ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। দুর্নীতি দায়ে তাকে এই সাজা দেয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৬ সালের পার্লামেন্টারি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।
পার্কের বিরুদ্ধে এর আগে পৃথক মামলায় ২৪ বছর কারাদন্ডের সাজা ঘোষণা করা হয়েছিলো। তার বিরুদ্ধে সরকারী বরাদ্দ থেকে ৩.৩ বিলিয়ন ওন তছরুপের অভিযোগ ছিলো। রায় ঘোষনার সময় সিউল জেলা আদালতের জেষ্ঠ্য বিচারক সেওং চাং-হো বলেন, ‘পার্ক টানা ৩ বছর ধরে এনআইএস এর ৩জন প্রধানের কাছ থেকে প্রায় ৩ বিলিয়ন ওন গ্রহণ করেছেন। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্রের ব্যাপক পরিমাণ অর্থ অপব্যয় করেছেন।
৩ জন এনআইএস প্রধান আদালতে সাক্ষ্য দিয়েছেন তারা পার্কের নির্দেশেই তহবিল তছরুপ করেছেন। বিচারক আরো জানান পুরো বিচারকাজ চলাকালে পার্ক অসহায়তা করেছেন। এছাড়াও সেসময় ক্ষমতাসীন সেইনুরি পার্টর নির্বাচনে মনোনয়ন প্রাপ্তদের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগও প্রমাণিত হয়েছে পার্কির বিরুদ্ধে। আল জাজিরা।
ই-বার্তা।ডেস্ক