ভূত ধরতে গ্রিলে আটকে যায় যুবক
ডেস্ক রিপোর্ট।। গ্রিলে আটকে গেছে এক যুবক, গায়ে কোন জামা-কাপড় নেই। সম্পূর্ণ বিবস্ত্র। কেউই তাকে বেরিয়ে আসতে সাহায্য করছে না। কোনও রকমে হাঁচোর-পাঁচোর করে তিনি নিজেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। অপর একজন ভিডিও করছেন এই দৃশ্য।
এ সময় যে ব্যক্তি ভিডিও করছিলেন তিনি ওই যুবককে তার বিষয়ে জিজ্ঞেসা করতেই তিনি জানান, তিনি একজন প্যারানর্মালিস্ট।কিন্তু প্যারানর্মালের সঙ্গে নগ্ন হয়ে গ্রিলে আটকে যাওয়ার কী সম্পর্ক, তা অবশ্য ওই যুবক জানাননি।পরে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বহু মানুষ প্রশ্ন তোলেন, ভূত ধরতে গেলে নগ্ন হওয়াটা জরুরি কি না? ভূতেরা কি জামা-কাপড় পরে? আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ তাদের প্রতিবেদনে ওই যুবক সম্পর্কে এসব তথ্য জানায়।
বলা হচ্ছে, আজ পর্যন্ত কোনও ভৌতিক কাহিনিতেই কিন্তু উলঙ্গ ভূতের কথা পাওয়া যায়নি। বরং সাদা পোশাকে অশরীরীরা আবছায়া হয়ে ভয় দেখাচ্ছেন, এমনটাই বেশি দেখা গিয়েছে। যদি ভূত উলঙ্গ হয়ে না থাকে, তাকে ধরতে চাওয়া মানুষেরও কি বিবস্ত্র হওয়াটা স্বাভাবিক?
ই-বার্তা। ডেস্ক