অস্তিত্ব রক্ষার স্বার্থেই, আন্দোলনকে বেগবান ও দল গোছানোর উদ্যোগ বিএনপির
ই-বার্তা।। খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবির আন্দোলনকে বেগবান করতে দল গোছানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।দীর্ঘ আড়াই বছর পর রাজপথে সমাবেশ করতে পেরে কিছুটা উজ্জীবিত বিএনপি। এখন এই ধারাবাহিকতা ধরে রাখাই তাদের লক্ষ্য।
সময়সীমা বেঁধে দিয়ে সাংগঠনিক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলের নীতি নির্ধারকেরা। তারা বলছেন, এর মধ্য দিয়েই তৃণমূলে নেতৃত্বের কোন্দল মিটিয়ে ফেলা সম্ভব।দলের নীতিনির্ধারকেরা মনে করছেন, কারাবন্দি চেয়ারপারসনের মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের একমাত্র উপায় এখন আন্দোলন।
আর এর প্রস্তুতি হিসেবে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দলটি। এরই মধ্যে ঢাকা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ সংগঠনকে থানা-ওয়ার্ড কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।সারাদেশে বিএনপির সাংগঠনিক জেলা রয়েছে ৭৮টি। এর মধ্যে কমিটি আছে ৫১ জেলায়, খসড়া কমিটি প্রস্তুত ১৫টির। অন্য কমিটিগুলোর ব্যাপারেও নেয়া হচ্ছে খোঁজখবর।দশ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির নেতারা বলছেন, অস্তিত্ব রক্ষার স্বার্থেই কর্মসূচি ও আন্দোলন নিয়ে আর কোনও ভুল করতে চায় না বিএনপি।