যৌন ব্যবসার চক্র থেকে তিন অভিনেত্রী গ্রেপ্তার!
ই-বার্তা।। হায়দরাবাদ পুলিশ দেহব্যবসার অভিযোগে অভিজাত হোটেল থেকে তিন ভারতীয় অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে হায়দরাবাদের অভিজাত হোটেল তাজ ডেকানে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ। এ সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
নর্থ জোন টাস্ক ফোর্সের ইনস্পেক্টর নাগেশ্বর রাওয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে হায়দরাবাদের হোটেল তাজ ডেকানে তল্লাশি চালায় হায়দরাবাদের নর্থ জোন টাস্ক ফোর্স। এ সময় হোটেলের একটি ঘর থেকে গ্রেপ্তার করা হয় টলিউডের একজন অভিনেত্রী, পশ্চিমবঙ্গের একজন টেলিভিশন অভিনেত্রী ও তেলেগু সিনেমার একজন অভিনেত্রীকে।
এ ছাড়াও গ্রেপ্তার হয় একজন ডিজাইনার, হোটেলের ম্যানেজার। গ্রেপ্তারকৃতদের বানজারা হিলসের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তা ছাড়া তাদের কাছ থেকে ৫৫ হাজার রুপি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত অভিনেত্রীদের নাম প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়নি।