মঙ্গলে ২০ কি.মি. পানির লেকের সন্ধান পেয়েছে গবেষকরা
ই-বার্তা।। মঙ্গল গ্রহে প্রথমবারের মতো পানির লেকের সন্ধান পেয়েছেন ইতালির গবেষকরা।এবার মার্স এক্সপ্রেস মহাকাশযানের রাডার মার্সিসের সাহায্যে হ্রদটির সন্ধান পাওয়া গেছে। মঙ্গলের দক্ষিণ মেরুর কাছে বরফের দেড় কিলোমিটার নিচে ২০ কিলোমিটার এলাকা জুড়ে এক মিটার গভীর হ্রদ ছিলো বলে ধারণা তাদের।
এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো কিউরিওসিটি রোভারের পাঠানো ছবিতে মঙ্গলপৃষ্ঠে পানির চিহ্নের পাওয়া গেলেও প্রথমবারের মতো লেক থাকার কথা বলছেন ইতালির গবেষকরা।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক দলের নেতৃত্ব দেন অধ্যাপক রবার্টো অরোসেই বলেন লেকটি বেশি বড় নয়। তবে তরল পানির বৈশিষ্ট্য পর্যালোচনা করে মঙ্গলে প্রাণের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।