আরশির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-বার্তা।। আরশি খান ‘বিগ বস-১১’ এর আলোচিত প্রতিযোগি । ইতোমধ্যে তার নামের সঙ্গে ‘বিতর্ক’ শব্দটি যুক্ত হয়েছে। এবার আইনি সমস্যায় জড়িয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ভারতের জলন্ধর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আরশির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত তিন মাস ধরে একটি মামলায় আদালতে হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরশির মুখপাত্র ফ্লায়ন রেমেডিয়স সংবাদমাধ্যমে বলেন, অক্টোবরের শুরু থেকেই বিগ বসের ঘরে রয়েছেন আরশি। এজন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। আরশির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হয়নি।আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে। আরশিকে এই সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।