গাজায় আবারো ইসরাইলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
ই-বার্তা ।। গাজার বেশ কয়েকটি স্থানে গত বুধবার ইসরাইল হামলা চালায় ।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ছাড়াও গোলন্দাজ সেনারা বেইত লাহিয়া শহরে হামলা চালায়।
এসব হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।অধিকৃত গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হামলায় অন্তত তিনজন ফিলিস্তিন নিহত হয়েছেন।
নিহতরা হলেন আহমেদ আল বিসৌস (২৮), ওবাডা ফারাউনে (২৯) ও মো. আল আরিয়ার (২৭)। তবে ইসরাইল দাবি করেছে, গাজা উপত্যকা থেকে গুলি চালানোর পর তারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করে। এসব হামলায় বেশিরভাগই বেসামরিক লোকজন নিহত হন।
ইসরাইল প্রায় সময়ই গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ছাড়া ট্যাংক ও মর্টারের গোলাবর্ষণ করে। গত রোববার ইসরাইল হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর হামলা চালায়।
ই-বার্তা/আন্তর্জাতিক ডেস্ক