সরকারের গতিশীল নেতৃত্বে লাভের ধারায় বাংলাদেশ
ই-বার্তা ডেস্ক ।। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহন খান বলেছেন বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে মোংলা বন্দরের লোকসান কাটিয়ে লাভের ধারায় ফিরে এসেছে।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার শাসনামলে ২০০১ থেকে ২০০৬ সালে মোংলা বন্দর লোকসান করেছিল ১১.৫ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে মোংলা বন্দর লাভ করেছে ৯৫ কোটি টাকা।’এর আগে রবিবার (২৯ জুলাই) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল হারবার ক্রেন সংগ্রহের জন্য একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- নৌ-পরিবহন মন্ত্রী শাজাহন খান এবং মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।
ই-বার্তা / ডেস্ক