বঙ্গবন্ধুকে নিয়ে আহসান শুভর দারুন একটি কবিতা ”সে নেই”
ই-বার্তা।।বঙ্গবন্ধুর আদর্শ যে হাজার শিশুর অন্তরে গেঁথে আছে তার প্রমাণ আমরা প্রায়ই পেয়ে থাকি।বঙ্গবন্ধুর সাহসিকতা বুকে নিয়ে বাচতে চায়, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চায় এমন হাজার তরুনের মাঝে আহসান শুভ একজন।
বঙ্গবন্ধুকে তিনি ভালোবেসে লিখেছেন দারুণ একটি কবিটা ,
“সে নেই”
-আহসান শুভ-
সে শুধু ভাবত,
সাধারণ মানুষের কথা।
সে শুধু ভাবত,
স্বাধীনতার কথা।
সে ভয় পেত না,
সে এক বিরাট সাহসিকতা!
যদি সে থাকত, তবে সে হত,
বিশ্ব সেরা নেতা।
হয়ত সে নাই,
তুবুও রয়ে গেছে তার কৃতিত্ব।
সে দিয়ে গেল একটি দেশ,
তারই নাম বাংলাদেশ।
সে আর কেউ নয়,
সে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ই-বার্তা/ শিল্প ও সাহিত্য