বাংলাদেশের ওয়ারফেজ বিশ্বসেরা চার নম্বর ব্যান্ড দল
ই-বার্তা।। বাংলাদেশি ব্যান্ডদল গুলোর একের পর ভাঙনের খবরের মধ্যে সুখের খবর এলো বিশ্বজুড়ে ‘হার্ড রকব্যান্ড’ গুলোর মধ্যে সেরা চারে অবস্থান করছে বাংলাদেশের ‘হেভি মেটাল’ ব্যান্ড সংগীতের পথিকৃত ‘ওয়ারফেজ’। জনপ্রিয় ওয়েবসাইট দ্য টপটেন্স ডট কমের করা জরিপে ‘টপ টেন হার্ড রক ব্যান্ডস’ ক্যাটাগরিতে বতর্মানে চতুর্থ স্থানে আছে বাংলাদেশের জনপ্রিয় ওয়ারফেজ ব্যান্ডদলটি।
দ্য টপটেন্স ডটকম জরিপ ভিত্তিক বিশ্বখ্যাত ওয়েবসাইট। এখানে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে ‘টপ টেন’ বা সেরা দশ নির্বাচন করে থাকে। সে কারণে ‘টপ টেন হার্ড রক ব্যান্ডস’র এই তালিকাও নিয়মিত আপডেট হচ্ছে।এই র্যাংকিং এ অবস্থান নিয়েছে ওয়ারফেজ।
ব্যান্ডের লিডার ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, আমরা হার্ডরক ব্যান্ডের ক্যাটাগরিতে এখন চারে আছি। প্রথম যখন খবরটা দেখি তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এটাই সত্যি, এখন আমাদের সেই মর্যাদাটা ধরে রাখতে হবে। এটা অসাধারণ একটা অনুভূতি। খ্যাতনামা অনেক ব্যান্ডের অবস্থানই হেরফের হয়েছে। কিন্তু, আমরা এখনো নিজের অবস্থান ধরে রেখেছি।
এ প্রতিবেদন লেখা পযন্ত তালিকায় সবার ওপরে আছে অস্ট্রেলিয়ান হার্ড রক ব্যান্ড এসিডিসি। দ্বিতীয় স্থানে আছে আমেরিকার গানজ অ্যান্ড রোজেস ও তৃতীয় স্থানে ব্রিটিশ রক ব্যান্ড লেড জেপলিন। ওয়ারফেজের ঠিক পরের অবস্থানে আছে আমেরিকার বিখ্যাত মেটাল ব্যান্ড মেটালিকা। এছাড়া কাছাকাছি আছে আরো দু’টি বাংলাদেশি ব্যান্ড। ১৯ নম্বরে আছে অর্থহীন, আর ২৮ নম্বরে অবস্থানে আছে আর্টসেল।
ওয়ারফেজ বাংলাদেশের ব্যান্ড সংগীত অন্যতম পুরনো ব্যান্ডগুলোর একটি। আশির দশকে তাদের যাত্রা শুরু হয়। কয়েকদফায় ভাঙন আসলেও আজও টিকে আছে এই ব্যান্ড। এই ব্যান্ডের হয়ে বিভিন্ন সময়ে মঞ্চ মাতানো খ্যাতানামা তারকারা হলেন বাবনা করিম, সঞ্জয়, বেসবাবা সুমন, বালাম, আসিফ ইকবাল, জুয়েল প্রমুখ।