প্রকাশ পেলো রানি মুখার্জির ‘হিচকি’ সিনেমার ট্রেইলার
ই-বার্তা।। জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি ‘হিচকি’ সিনেমার মাধ্যমে বিরতি ভেঙে বলিউডে ফিরছেন। সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মঙ্গলবার মুম্বাইতে সিনেমাটির ট্রেইলার উন্মুক্ত করা হয়। প্রকাশিত ট্রেইলারে শিক্ষিকার চরিত্রে দেখা যায় রানিকে। খুব দক্ষতার সঙ্গে সব কাজ করেন তিনি। কিন্তু কিছু সময় পরপর হেঁচকি ওঠে তার। এটা অনেকে তার দুর্বলতা ভাবে কিন্তু এ নিয়ে মোটেও চিন্তিত নন রানি। বরং নতুন নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যায় তাকে।
বরাবর যেমন চরিত্রে দর্শক রানিকে দেখেছেন, তা থেকে একদম ভিন্ন ঘরানার একটি চরিত্র এই সিনেমায় রূপায়ণ করেছেন রানি।
চরিত্রটি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি- পরিচালকসহ সংশ্লিষ্ট অনেকেই এমন মন্তব্য করেছেন।
মনীশ শর্মা প্রযোজিত সিনেমাটির পরিবেশনায় রয়েছে যশরাজ ফিল্মস। ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : ‘হিচকি’ সিনেমার ট্রেইলার।