টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ই-বার্তা।। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী প্রতিপক্ষ মানতেই হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ধারাবাহিকতা বজায় রাখা বিশাল চ্যালেঞ্জ ছিল টাইগারদের।

 

সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে কাজটা আরও কঠিন হয়ে গেল বটে। সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার প্রথম ধাপ বাংলাদেশ পেরিয়েছে সাফল্যের সঙ্গে। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-১ সমতা এনেছেন সাকিব বাহিনী। আজ একই মাঠে সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে। এই ম্যাচটা জিতলে বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। শুধু বিদেশ নয়, সব মিলিয়ে একের অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয়বারের মতো জেতার সুযোগ সাকিবদের। বাংলাদেশ এখনো পর্যন্ত একের অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ১১টি। এর মধ্যে দেশে ৪টি, বিদেশে ৭টি। দেশে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। বিদেশে জয় মাত্র একটি। ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডেই আইরিশদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। বাকি ছয়টি সিরিজের তিনটি ড্র করেছে আর তিনটিতে হার। এই তিনটি হারের প্রতিটি গত দুই বছরে। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের প্রতিটিই হারে বাংলাদেশ।

 

 

ই-বার্তা/স্পোর্টস ডেস্ক