‘ম্যান অব দ্য’ সিরিজ হলেন সাকিব আল হাসান
ই-বার্তা।। তৃতীয় ও শেষ ম্যাচে ডিএল পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা। এ নিয়ে অর্ধযুগের আক্ষেপ ঘুচল তাদের। ৬ বছর পর বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল তারা।
বাংলাদেশ দেশের বাইরে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডে আইরিশদেরই ৩-০তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ৩ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হারাল তারা। দলীয় সমন্বয়ে এ সাফল্য এলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ছিলেন ব্যাটে-বলে অনবদ্য।
দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স প্রদর্শনের স্বীকৃতিও পেয়েছেন তিনি। হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। সাকিব ব্যাট হাতে ৩ ম্যাচে করেন ১০৩ রান। যা টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান। সর্বোচ্চ রানের ইনিংস ৬০। বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখিয়ে শিকার করেন ৩ উইকেট। অসাধারণ নেতৃত্বও দিয়েছেন। সবকিছু মিলিয়ে তার হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার। এ পুরস্কারের দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ মোস্তাফিজুর রহমান। ৮ উইকেট তুলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন কাটার মাস্টার।
ই-বার্তা/ডেস্ক রিপোর্ট