তেজগাঁও থেকে আটক ৩৭ ছাত্রকে ছেড়ে দিয়েছে পুলিশ

ই-বার্তা।। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সোমবার তেজগাঁও থেকে আটক ৩৭ ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে।

 

মঙ্গলবার সকালে আটক ছাত্রদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। গতকাল এসব শিক্ষার্থীকে আটক করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এনে রাখা হয়।

 

তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয়া হয়নি বলে জানান তিনি। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় আন্দোলনে নামেন।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট