যাত্রীবাহী বাস উল্টে গাইবান্ধায় নিহত ২, আহত ১২!

ই-বার্তা।। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট নামকস্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনায় আরও ১২ যাত্রী আহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী হাবিবুর রহমান হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অপু এন্টারপ্রাইজ (ঢাকা-ব ১৪-০৭৫০) পঞ্চগড় অভিমুখে যাচ্ছিল। এ সময় ধাপেরহাটের আরভি কোল্ডস্টোরসংলগ্ন স্থানে পৌঁছলে অপর একটি ট্রাককে ওভারটেক করতে থাকে।

 

এতে বাসটি রাস্তায় উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১২ জন আহত হন।নিহতরা হলেন- বাসযাত্রী চাঁদনী খাতুন (১০) ও বাসের হেলপার সাইফুল ইসলাম (৪০)।তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধাপেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুর রশিদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট