সিপিএলে মাঠে নেমেই জয় পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ!
ই-বার্তা।। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের হয়ে খেলছেন তিনি।
৯ আগস্ট রিয়াদবিহীন দলের প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল সেন্ট কিটস। তবে গতকাল দলের দ্বিতীয় ম্যাচে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিন রিয়াদের দল সেন্ট কিটস ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারায়। ম্যাচে ছয় নাম্বারে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ করেন ১০ বলে ১৬ রান। স্পিনার সুনিল নারিনের বলে বোল্ড হওয়ার আগে একটি করে চার-ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ব্যাটিং ইনিংসের মতো বলিংটাও দীর্ঘ ছিল না তার। পেয়েছেন মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ। অবশ্য সে এক ওভারে মাত্র ৫ রান দিয়েছেন তিনি। উইকেট পাননি। টসে হেরে ব্যাট করতে নামে রিয়াদের দল সেন্ট কিটস। ৭ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান। ডেভন থমাস আর ক্রেইগ ব্রাথওয়েটের ঝড়ো ব্যাটিংয়ের অবদানেই এ বিশাল সংগ্রহ পায় সেন্ট কিটস। ক্রেইগ ব্রাথওয়েট ১৫ বলে ৪১ রানের মারকুটে ইনিংস উপহার দেন।
৩৪ বলে ৫৮ রান করেন থমাস। ক্রিস গেইল স্বভাবসুলভ ইনিংস খেলতে না পারলেও দলের সংগ্রহে তিনি ৩০ বলের খরচে ৩৫ রান জুড়েন। সেন্ট কিটসের বিশাল সংগ্রহের জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স ৮ উইকেটে ১৬১ রানে থেমে যায়। ফলে ৪২ রানে জয়ী হয় রিয়াদের দল। ত্রিনবাগো দলের কেভিন কুপার ২২ বলে ৪২ করে অপরাজিত থাকেন। অন্যতম অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো করেন ৩৮ বলে ৪১ রান।
ই-বার্তা/ডেস্ক রিপোর্ট