শিরোপা জয়েই মৌসুম শুরু বার্সেলোনার
ই-বার্তা।। স্প্যানিশ সুপার কাপ দিয়েই মৌসুম শুরু করলো লিও মেসির নেতৃত্বাধীন বার্সেলোনা। রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এরনেস্তা ভালভার্দের শিষ্যরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিলো সেভিয়া। ৯ মিনিটের মাথায় সেভিয়াকে এগিয়ে দেন পাবলো সারাবিয়া। লুইস মুরিয়েলের পাসে বক্সের ভেতর বল পেয়ে পিকেকে কাটিয়ে বল জালে জড়ান। তবে প্রথমার্ধেই গোল পরিশোধ করে বার্সেলোনা। ম্যাচের ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসা বল সহজেই জালে জড়ান জেরার্ড পিকে।
এরপর জয়সূচক গোলের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। অবশেষে ৭৮ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন ওসমান ডেম্বেলে। শেষ মুহূর্তে একটি পেনাল্টি পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সেভিয়া।রেকর্ড ১৩তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলল বার্সেলোনা। অন্যদিকে এই জয়ের ফলে বার্সার হয়ে রেকর্ড ৩৩তম শিরোপা জিতলেন মেসি।