যুক্তরাষ্ট্রের আইফোন ও ইলেকট্রনিক্স বয়কটের ডাক এরদোগানের
ই-বার্তা।। তুরস্কের দুই পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ করা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহে তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ওই পদক্ষেপের পর এবার যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিকস পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ইলেকট্রনিকস ছাড়াও বিশ্বসেরা মোবাইল উৎপাদনকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন বর্জন করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সম্প্রতি উত্তেজনার মধ্যে কোনো রকম পিছুটান না বরং এরদোগান প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছেন মন্তব্য করে এ খবর দিয়েছে আল-জাজিরার। মঙ্গলবার এক অনুষ্ঠানে এরদোগান বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিকস ও আইফোন বর্জন করব। এর পরিবর্তে আমরা কোরিয়ান প্রতিষ্ঠানের মোবাইল ফোন স্যামস্যাং বা দেশে তৈরি ভেসটেল মোবাইল ব্যবহার করব।
ই-বার্তা/ডেস্ক রিপোর্ট