শাকিবের শুভকামনায় জিতের টুইট

ই-বার্তা ডেস্ক ।।  ওপার বাংলা মাতাচ্ছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ২১ সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত সেখানে শাকিব খানের ‘নাকাব’ ছবিটি বেশ সাড়া ফেলেছে।শাকিব খানের অভিনয়ের প্রশংসা করছেন অনেকেই।

নাকাবের এ সাফল্যে শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন টালিগঞ্জের সুপারসহিরো জিৎ। শুধু শাকিবকেই নয় পাশাপাশি তিনি ছবিটির দুই নায়িকা, পরিচালক ও পুরো টীমের সফলতাও কামনা করেছেন।

প্রসঙ্গ, ‘নাকাব’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা। ছবিটি পরিচালনা করেছেন রাজিব কুমার। প্রযোজনায় আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বাংলাদেশে ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।২৮ সেপ্টেম্বর বাংলাদেশে ‘নাকাব’ মুক্তি পাবে বলে জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে।

 

 

 

ই-বার্তা / ডেস্ক