বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে এসে হয়ে গেলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’

ই-বার্তা ডেস্ক ।। জান্নাতুল ফেরদৌসী ঐশী ডায়মন্ড ওয়ার্ল্ড ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ নির্বাচিত হয়েছেন। প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির  হলে গ্র্যান্ড ফিনালের পর সোশ্যাল মিডিয়ায় এই আয়োজনের প্রতিযোগী, বিচারক ও আয়োজকদের নিয়ে ব্যাপক ভাবে হাসাহাসি হচ্ছে। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজেরও অনেকেই কথা বলছেন।

 

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ জয়ী জান্নাতুল ফেরদৌসী ঐশী পিরোজপুর জেলার মেয়ে। একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ঐশী। চলতি বছরের এইচএসসি পরীক্ষা শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। তার চোখে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ের স্বপ্ন সাথে কৌতুহল আর আগ্রহ নিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ এর আবেদন করে।

এরপর সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। আর দেখতে দেখতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেন তিনি। শীর্ষ ১০ জনের মধ্যে জায়গা পাওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় ঐশীর। শেষ পর্যন্ত জান্নাতুল ফেরদৌসী ঐশীই মুকুট জয় করেন।

 

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ মুকুট জয়ী ঐশীর গ্রামের বাড়ি পিরোজপুরের মাটিভাঙা তার বাবা আব্দুল হাই সমাজসেবী এবং মা আফরোজা হোসনে আরা একজন স্কুল শিক্ষিকা। ঐশীরা দুই বোন। তার বড় বোনের নাম শশী। চলতি বছরই এইচএসসি পাস করেছেন মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে। এইচএসসি পরীক্ষা শেষ করে জুলাই মাসে রাজধানী ঢাকায় এসে এক আত্মীয়ের বাসায় থেকে ভর্তি কোচিং করছিলেন তিনি।

ঐশী বলেন, কাকতালীয়ভাবেই এসেছেন এই প্রতিযোগিতায়। মধ্যবিত্ত পরিবারের ঐশী এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। স্বপ্ন, ভালো কোথাও ভর্তি হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা।  

 

আবেগতাড়িত ঐশী আরও বলেন, ‘বরিশালের একটি মফস্বলের মেয়ে হিসেবে এই সাফল্য আমার কাছে অনেক বড় স্বপ্নজয়ের। অনেক বড় দায়িত্বও আমার কাঁধে এসেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পেয়েছি আমি, এটা ভাবতে ভালো লাগছে। আশা করছি, নিজের দেশের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে মর্যাদার সঙ্গেই বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো।’

 

মুকুট জয়ের পাশাপাশি বেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন ঐশী। এখন বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

 

 

 

ই-বার্তা / ডেস্ক