ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের আলোচনা সভা অনুষ্ঠিত

ই-বার্তা ডেস্ক ।।  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সিনেমাস্কোপ  পরিচালিত ”ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯” (DIMFF) এবারের আয়োজন আরো উৎসব মুখর করতে সাতটি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাবের সভাপতিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯ পরিচালনা কমিটি।

 

গত ০৩ নভেম্ভর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ঢাকার ধানমন্ডি ক্যাম্পাসে এই  আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  আলোচনা সভার শুরুতেই ”ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল” (DIMFF) এর কার্যক্রম ও পথযাত্রা নিয়ে ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন ‘‘ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯” (DFIMF) এর ফেস্টিভ্যাল ডিরেক্টর আসিফ উদ্দিন

 

আসিফ  বলেন,   ‘ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল যাত্রা শুরু করে ২০১৫ সালে’৷ একে একে চারটি বছর পেরিয়ে তাঁদের ৫ম প্রদর্শনী আয়োজিত হতে যাচ্ছে ২০১৯ সালের ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি’৷

 

তিনি আরো বলেন, ‘এই সংস্থাটির কাজ মূলত হাজার হাজার অতৃপ্ত চোখের স্বপ্ন পূরণ করে শুধুমাত্রই মুঠোফোন দ্বারা তৈরি চলচ্চিত্র নির্বাচন, প্রদর্শন ও সবশেষে সেরা চলচ্চিত্র বাছাই করে বছরের সেরা পরিচালককে পুরষ্কিত করা।  সময় পেরোতেই জাতীয় পর্যায় ভেদ করে আন্তর্জাতিক প্রাঙ্গন ছুঁয়েছে এই অনুষ্ঠান৷

 

ফেস্টিভ্যাল ডিরেক্টর ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের  কার্যক্রম সম্পর্কে জানান, ‘যথাক্রমে স্ক্রিনিং, কম্পিটিশন ও ১ মিনিট ফিল্ম’ এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিরা মুঠোফোন দ্বারা তৈরি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান৷

 

ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর’ ফয়সাল মাহমুদ  ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, এই প্রতিযোগিতাটাকে শুধুমাত্র ইউল্যাবে সীমাবদ্ধ না রেখে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় আরও বড় পরিসরে করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

 

আলোচনা অনুষ্ঠানে অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে আশিকুল আলম অর্ণব, ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে শিহাব নূর আলম,  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে আল আমিন এবং নটর ডেম ইউনিভার্সিটি থেকে বর্ণালী পূর্ণা।ভবিষ্যতে ঢাকা ইন্টারনেশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের সাথে কাজ করার  প্রতিশ্রুতি জানান তারা।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন  ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের (DIMFF) এর ‘পাবলিক রিলেশন’ ব্যবস্থাপক ফাবলিহা নাওয়ার

 

 

 

 

ই-বার্তা / জা হা