এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে এমপিও বাতিলঃ শিক্ষা সচিব
ই-বার্তা ডেস্ক ।। বিভিন্ন অজুহাতে ফরম পূরণের সময় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে এমন কথা বলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিষ্ঠাবার্ষিকীতে ও ব্যানবেইজে সততা স্টোরের উদ্বোধনে তিনি এ কথা বলেন।
সচিব সোহরাব হোসাইন বলেন, বিভিন্ন অজুহাতে ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। আইনগত ব্যবস্থাও নেয়া হবে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
সচিব আরো বলেন, অর্থের লোভে এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে শিক্ষক ও কর্মচারীরা। এসব ঘটনার সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসাধু শিক্ষক ও কর্মচারীরা দায়ী।
ই-বার্তা / ডেস্ক