যশোর-৩ আসনে নৌকার মাঝিকে বিজয়ের লক্ষ্যে আওয়ামী সেচ্ছাসেবক লীগ মতবিনিময় সভা

ই-বার্তা ।।  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের অঙ্গ সংঘটন গুলো আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে নানা রকম কর্মকাণ্ড হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতাই যশোর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ যশোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করে।

যশোর-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ।(১৭ ডিসেম্বর) সোমবার দুপুর ৩টায় যশোর বি ডি হলে এই মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু ।

প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার ।

মতবিনিময় সভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ (এমপি),  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারন সম্পাদক শাহিন চাকলাদার।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,  আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-প্রচার সম্পাদক শেখ রফিকুল ইসলাম, সহ- উপ দপ্তর সম্পাদক  আজিজুল হক আজিজ।

মতবিনিময় সভা পরিচালনা করেন যশোর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী মিলন।সোমবার যশোরে বেলা গড়ানোর সাথে সাথে বিভিন্ন ইউনিয়নের নেতা- কর্মীদের মিছিল দেখা যায়।চারিদিকে মিছিলের স্লোগানে মুখোর হয়ে ওঠে যশোর শহর।

স্লোগানে স্লোগানে যশোর ১ নং হৈবতপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি শরিফুল খান ও সাধারন সম্পাদক মঈনউদ্দিন আহমেদের নেতৃত্বে এক মিছিল নিয়ে বি ডি হলে প্রবেশ করে। 

তৃণমূলের নির্বাচনী আয়োজন সম্পর্কে  ১ নং হৈবতপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তারই ধারাবাহিকতাই যশোর – ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে আওয়ামীলীগের বিগত ১০ বছরের উন্নয়ন ধারাবাহিকতা সম্পর্কে অবগত করছি।

তিনি আরো বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকার বিজয়ের লক্ষ্যে আমাদের যা কিছু করার তা আমরা করবো।’ বিএনপি-জামাত কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর পায়তারা করলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব।৩০ তারিখের আগে আমরা ঘরে ফিরব না।

 

মতবিনিময় সভাই অতিথি বৃন্দ প্রত্যেকে যশোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক