ফল যা-ই হোক আওয়ামী লীগ মেনে নেবেঃ প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের ফল যা-ই হোক না কেন, তা আওয়ামী লীগ সরকার মেনে নেবে। জনগণ আজ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। তিনি আরও বলেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ সরকার মেনে নেবে।

আজ রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন  ভোট দিতে ।পরে সেখানে তিনি সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ। জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হলেন আবদুল মান্নান।

 

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম