ঐক্যফ্রন্টের পুননির্বাচনের দাবি মামা বাড়ির আবদারঃ কাদের

ই-বার্তা ডেস্ক ।।   ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবিকে ‘মামা বাড়ির আবদার’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে নতুন করে ভোটগ্রহণের যে দাবি জাতীয় ঐক্যফ্রন্ট করেছে সেটিকে প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের।

 

আজ মঙ্গলবার পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

 

গত রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ভূমিধস জয় হয়েছে। নির্বাচনে মাত্র ৭ আসন পেয়ে ধরাশায়ী হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনকে প্রহসনমূলক ও ভোট ডাকাতির অভিযোগ এনে ৩০ ডিসেম্বরের ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করেছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

 

এর জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা কি মামা বাড়ির আবদার? একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দেশী-বিদেশি পর‌্যবেক্ষকরা এই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলেছে।ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে।ভোট উৎসব চলেছে ৩০ ডিসেম্বর।

 

কাদের এসময় আরও বলেন, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে শুরু করব। সামনের দিনগুলোতে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাবো।বিএনপি) গতবার নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এখন জনগণের রায়কে অসম্মান করছেন। তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেনো জনগণের রায়কে অসম্মান না করেন।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ জানুয়ারির মধ্যেই নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রিসভা গঠন করা হবে।

 

 

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম