বছর প্রথম ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা, হেরছে রিয়াল মাদ্রিদ
ই-বার্তা ডেস্ক ।। বছরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে লা-লিগার টেবিল টপার বার্সেলোনা। গেতাফের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে শীর্ষ স্থানটা আরও মজবুত করল ভালভার্দের শীষ্যরা। অন্য দিকে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বারন্যাব্যুতে পয়েন্ট টেবিলের ১২ নাম্বারে থাকা দল রিয়াল সোসিয়াদাদের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে চ্যাম্পিয়নস লীগের হ্যাট্ট্রিক শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বার্সেলোনা বারবার গেতাফের ডি-বক্সে আক্রমন করলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ১৯ মিনিট পর্যন্ত। ১৯ মিনিটে বার্সেলোনার ত্রাতা হয়ে এগিয়ে আসেন মেসি। মেসির গোলের পর মাঝমাঠের দখল নিয়ে বেশ কয়েকবার আক্রমন সাজালেও দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের ৩৯ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পরে ৪৩ মিনিটে জাইমে মাতা এক গোল শোধ করলে ২-১ গোলে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের আক্রমণের ধার বাড়িয়েও আর গোলের দেখা পায়নি বার্সেলোনা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী।
অন্য ম্যাচে পুরো মৌসুমে ধুকতে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে রিয়াল সোসিয়াদাদের কাছে। ম্যাচের শুরুতেই ক্যাসেমির পেনাল্টি বক্সের ভেতর ফাউল করে বসলে ৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন উইলিয়ান হোসে। এরপর ১৭ মিনিটে ভিনিয়াস সহজ সুযোগ মিস করলে সমতায় ফেরা হয়নি রিয়াল মাদ্রিদের। উল্টো খেলার ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ভাস্কুইজ। ১০ জনের দল নিয়ে খেলতে থাকা রিয়াল মাদ্রিদের কফিনে ৮৩ মিনিটে শেষ পেরেকটি ঢুকান রুবেন পারদো।
অন্য দিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসার সুযোগ ছিল সেভিয়ার সামনে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করায় সে আশার গুড়ে বালি। ফলে সমান সংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর তিনে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩ অন্য দিকে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
ই-বার্তা /মোঃ সালাউদ্দিন সাজু