বাবার জন্য দোয়া চাইলেন কাজী মারুফ

 

ই-বার্তা ডেস্ক ।।  প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বর্তমানে আমেরিকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার ঘাড়ের একটি রক্তনালি ব্লক হয়ে গেছে। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

 

কাজী মারুফ ফেসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে সবার উদ্দেশ্যে লিখেন, ‘এখন থেকে ১২ অথবা ১৪ ঘণ্টা পর এনজিওগ্রাম করা হবে। আমার আব্বার ব্রেইনে দেখা হবে কতখানি ব্লক আছে। আমি অনুরোধ করব, সবাই দোয়া করবেন যেন সার্জারি করার উপযুক্ত থাকে এবং উনি পূর্ণ সুস্থতা ফিরে পাক।’

বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ আরো লিখেছেন, ‘শেষ ২৪ ঘণ্টা আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি খুব অসহায় অনুভব করছিলাম, যদিও বাবার চিকিৎসার জন্য এখানকার বিশ্বসেরা স্বনামধন্য চিকিৎসকরা কাজ করছেন। আমার বাবার বিরুদ্ধে একটা কথা শুনতাম সব সময়, আমার আব্বা অনেক রাগী। যাদের ওপর রাগ করত, তাদের হয়তো ভালোওবাসত কোনোভাবে। আমার আসলে কিছু ভালো লাগছে না। জানি না, কেন আজ জীবনে প্রথমবার খুব অস্থিরতা অনুভব করছি।’

 

কাজী হায়াত উন্নত চিকিৎসার জন্য গত ২২ ডিসেম্বর নিউইয়র্কে গেছেন। এর আগে গত বছরের মার্চেও তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া ২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় তার।

 

 

 

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া