মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জঃস্বাস্থ্যমন্ত্রী
ই-বার্তা ডেস্ক ।। দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, যতো দ্রুত সম্ভব দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সব মেডিকেল কলেজের কাজ শেষ করা হবে। শেষ করা হবে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সেজন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কিডনি বিভাগ করা হবে।
গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, স্বাস্থ্য বিভাগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া