সাংগঠনিক দুর্বলতাই বিএনপির ভরাডুবির কারণঃ তথ্যমন্ত্রী
ই-বার্তা ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মূল কারণ তাদের সাংগঠনিক দুর্বলতা। নির্বাচনের আগে বেশ কয়েকবার আন্দোলনের কথা বললেও তারা সেটা করে দেখাতে ব্যর্থ হয়েছে। ফলে তাদেরকে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বিএনপিকে নির্বাচনে পরাজয়ের অভিজ্ঞতা থেকে নেতৃত্বে পরিবর্তন আনার ও হারের কারণ বিশ্লেষণ করতে বলেছেন। তথ্যমন্ত্রী আরো বলেন, ‘নেতৃত্ব পরিবর্তন করুন, তাহলেই হয়তো আপনারা আবার জনগণের কাছে যেতে পারবেন।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘এই নির্বাচনে চরমভাবে হেরে যাওয়ার পর এখন তারা একদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ জানাব, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা আপনাদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করুন। আর নেতৃত্ব পরিবর্তন করুন, তাহলেই হয়তো আপনারা আবার জনগণের কাছে যেতে পারবেন।’
তিনি বলেন, ‘বিএনপিকে উচিত অন্যকে দোষারোপ না করে নিজেদের বিশ্লেষণ করে দেখা কেন নির্বাচনে তাদের দলের এমন ভরাডুবি হলো।’ ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘নতুন করে নির্বাচন দেওয়ার ব্যাপারে তিনি যে সংলাপ করতে চাইছেন তা কোনোভাবেই সম্ভব নয়।’
বিশ্বের সকল গনতান্ত্রীক দেশের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এমন শান্তিপূর্ণ নির্বাচন অতীতে হয়নি।’
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু