শীর্ষ দশ বোলারের তালিকায় বাংলাদেশিদের আধিপত্য
ই-বার্তা।। কালই শেষ হয়েছে বিপিএলের প্রথম পর্বের খেলা। প্রথম পর্ব শেষে সেরা দশ উইকেট শিকারীর তালিকায় নয় জনই বাংলাদেশী! ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে তালিকার সবার উপরে আছেন মাশরাফি বিন মোর্তুজা। ২য় অবস্থানে একমাত্র বিদেশী হিসেবে আছেন চিটাগাং ভাইকিংসের ফ্রাইলিংক। তালিকায় নাম আছে তাসকিন,সাকিব এবং তরূণ আলিসেরও।
যথাক্রমে সেরা দশ বোলারের তালিকা-
১. মাশরাফি বিন মুর্তজা- ১০ উইকেট- ৫ ম্যাচ।
২. রবি ফ্রাইলিঙ্ক- ৯ উইকেট- ৪ ম্যাচ।
৩. শফিউল ইসলাম- ৯ উইকেট- ৫ ম্যাচ।
৪. সাইফ উদ্দিন- ৭ উইকেট- ৪ ম্যাচ।
৫. তাসকিন আহমেদ- ৭ উইকেট- ৩ ম্যাচ।
৬. সাকিব আল হাসান- ৭ উইকেট- ৪ ম্যাচ।
৭. রুবেল হোসেন- ৬ উইকেট- ৪ ম্যাচ।
৮. ফরহাদ রেজা- ৬ উইকেট- ৫ ম্যাচ।
৯. খালেদ আহমেদ- ৬ উইকেট- ৪ ম্যাচ।
১০. আলিস আল ইসলাম- ৫ উইকেট- ২ ম্যাচ।
আগামিকাল সিলেটে শুরু হবে বিপিএলের ২য় পর্ব।
ই-বার্তা/ মাহারুশ হাসান