হারও কোপার শেষ আট আটকাতে পারেনি রিয়ালের
ই-বার্তা ডেস্ক।। হারের পরেও কোপার শেষ আটে চোলে গেছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলের ব্যবধানে জয়ের সুবাদে দ্বিতীয় লেগে লেগানেসের মাঠ থেকে ১-০ গোলের ব্যবধানে হার নিয়ে ফিরলেও কোপা দেল রের শেষ আটে খেলার যোগ্যতা রাখছে রিয়াল। দুই লেগে মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকার ফলেই বিপদ হয়নি লসব্লাঙ্কোসদের।
লেগানেসের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনিস ফরোয়ার্ড মার্টিন ব্রেইথওয়েট। গোলমুখে রিয়ালের এলোমেলো হয়ে যাওয়ার সুযোগটিই নেন তিনি। তবে রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি।
গেলো বছরের শেষ দিকে রিয়ালের দায়িত্ব পর সব ধরনের প্রতিযোগিতায় এটি সোলারির চতুর্থ হার।
ই-বার্তা/ মাহারুশ হাসান