নখ কাঁটলে যে কারণে ব্যথা লাগে না
ই-বার্তা ডেস্ক।। আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে নখ কাঁটলে আমাদের ব্যথা লাগে না কেন। প্রতিদিন নখ বাড়তে থাকে। তাই এক সময় কেটে ফেলার প্রয়োজন পড়ে। কিন্তু নখ কাঁটলে আমাদের ব্যথা লাগে না। কেন?
আমাদের নখ কেরাটিন নামে এক বিশেষ উপাদান দিয়ে তৈরি। এক প্রকার মৃত প্রোটিন হলো এই কেরাটিন। নখের নিচের চামড়া শরীরের অন্য যে কোনো অংশের চামড়ার মতোই। কিন্তু এ চামড়ায় আছে এক ধরনের নমনীয় তন্তু। এই তন্তুই নখের সঙ্গে আটকে থেকে নখগুলি নির্দিষ্ট স্থানে রাখে।
মূলত মৃত কিছু কোষ দিয়ে গঠিত বলেই নখ কাটলেও আমরা ব্যথা পাই না।
ই-বার্তা/ মাহারুশ হাসান