ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ই-বার্তা ডেস্ক।। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আরও আহত হয়েছেন ছয়জন।
সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ছয়জন। আহতদের বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম